দ্বীন প্রচারে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার একাংশ এশায়াতে দ্বীন মিডিয়া। এশায়াতে দ্বীন মিডিয়া ইসলামিক বয়ান এবং মাস-আলা মাসায়েল সংবলিত একটি সামাজিক মিডিয়া। ইসলামকে সকলের কাছে পৌঁছে দেয়ায় আমাদের মূল উদ্দেশ্য। দ্বীন কে সকলের সামনে সহজতর ভাবে উপস্থাপন এবং দ্বীন পালনে সকলকে উদ্ববুদ্ধ করাই আমাদের লক্ষ্য।
নিজিস্ব ইউটিউব চ্যানেল এর মাধ্যমে ইসলামের বাণী সকলের সামনে তুলে ধরার চেষ্টা করা।
পাশাপাশি ইসলামী ইতিহাস এবং বিজ্ঞান ভিত্তিক ইসলামী চেতনা সকল পাঠকএর কাছে পৌঁছে দিতে ইসলামী ব্লগিং পেজ।
ইসলামী সোনালী ইতিহাস থেকে শুরু করে মুসলিম মনীষীদের আত্মজীবনী দিয়ে সাজানো এশায়াতে দ্বীন মিডিয়ার ব্লগ পেজ।
নিজেদের গণ্ডিকে বাড়িয়ে রাখা হয়েছে ফেসবুক পেজ এর মাধ্যমে।
ব্লগের সকল লেখা সংগ্রহীত এবং সর্বোচ্চ সতর্কতার সাথে সংরক্ষিত। মানুষের কাছে সঠিক তথ্য প্রদান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়।
পরিচিতি :
এশায়াতে দ্বীন মিডিয়া
প্রতিষ্ঠিত : ২৮ জানুয়ারি ২০২২
লেখক :
ট্যাগ লাইন : দ্বীন প্রচারে ক্ষুদ্র প্রচেষ্টা।
কন্টেন্ট : ইসলামিক বয়ান , ইসলামিক ব্লগ।
মাধ্যম : ইউটিউব , ফেসবুক , ওয়েবসাইট
অফিসিয়াল লোগো :